আজ - শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৭:৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জেলায় আজ মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া বাজার এলাকায়  যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
এঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন। নিহতরা হচ্ছেন ওই উপজেলার আওনাড়া গ্রামের ছালাম মোল্যার ছেলে ইজিবাইক চালক রাব্বি (২২) ও বিনোদপুর গ্রামের রশিদ মোল্যার ছেলে জসিম (২৪)।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকরাম হোসেন জানান, আজ রোববার দুপুরে মাগুরা থেকে মহম্মদপুরগামী একটি যাত্রীবাহী বাস কানুটিয়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের উপর বাসটি উল্টে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের দ্রুত উদ্ধার করে  মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় সেখানে কর্তব্যরত চিকিৎসক ইজিবাইক চালক রাব্বি ও জসিমকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গুরুতর আহত নির্মল বিশ্বাসের (৪৫)  অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া গুরতর আহত বেবি নাজনিনকে (৩৮)  মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত