আজ - বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - দুপুর ২:৪৭

মাছের ঘের থেকে যুবকের মরাদেহ উদ্ধার।

খুলনায় মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (২৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) টোল প্লাজা সংলগ্ন একটি মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপসা থানা পুলিশের ওসি (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, রূপসা সেতুর টোল প্লাজা সংলগ্ন এসএম আমজাদ হোসেনের মাছের ঘেরে যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত