আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:১৪

মাদ্রাসা শিক্ষক কতৃক ছাত্র কে যৌন নিপীড়ন।

যশোরে ছেলে শিশু শিক্ষার্থীকে (১৩) যৌন নিপীড়নের অভিযোগে নাঈম ইসলাম (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। গত রোববার গভীর রাতে সদর উপজেলার ভাটপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

তিনি ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এবং খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামের হারুন ঢালীর ছেলে।

পুলিশ ও অভিভাবক সূত্রে জানা যায়, শিশু শিক্ষার্থী ভাটপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় আবাসিক হিসেবে থেকে হাফিজিয়া পড়াশোনা করতো। গত ২৯ অক্টোবর রাতে প্রধান শিক্ষক নাঈম ইসলাম তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন চালান। বিষয়টি পরে শিশু শিক্ষার্থী তার মাকে জানান। এরপর অভিভাকেরা এ বিষয়ে কোতয়ালি থানায় অভিযোগ করলে গত রোববার রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত