আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - রাত ১১:২৬

মামলা প্রত্যাহার নিয়ে আইনজিবীদের গন্ডগোল ৩ জনের বিরুদ্ধে মামলা।

মামলা প্রত্যাহার না করায় জুডিসিয়াল আদালতে আইনজীবীর সাথে বাকবিতণ্ডার ঘটনায় তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার চৌগাছার মাকাপুর গ্রামের হায়দার আলীর স্ত্রী লতিফা হায়দার বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন সিআইডি পুলিশকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী রুহিন বালুজ।

আসামি করা হয়েছে বাদীর ছেলে ব্যারিস্টার একেএম মর্তুজা রাসেল, মোস্তাফিজুর রহমানের ছেলে বিশাল ও তরিকুল ইসলামের ছেলে রাজিব।

মামলার বাদী লতিফা হায়দারের অভিযোগে উল্লেখ করেছেন, তার স্বামীকে খুন জখমের ভয়ভীতি দেখিয়ে জমিজমা লিখে নেয়ার জন্য চেষ্টা করছেন ছেলে রাসেল ও সহযোগীরা। রাসেলের করা মামলায় মামলায় পুলিশ তার ভাই আল ইমরান ও বোন পারভীন বিউটিকে গত ২৭ মার্চ আটক করে। খবর পেয়ে  ওইদিন দুপুরে তিনি যশোর আদালতে আসেন। এ সময় ছেলে রাসেলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের জন্য জোরাজুরি করেন।  এতে রাজি না হওয়ায় এক পর্যায়ে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।

আরো সংবাদ