আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৩৩

মামির সাথে পরকিয়া,ভাগ্নের ছুরিকাঘাতে মামার প্রান গেলো।

মামির সঙ্গে পরকীয়া, ভাগনের ছুরিকাঘাতে প্রাণ গেলো মামার
মামির সঙ্গে পরকীয়া, ভাগনের ছুরিকাঘাতে প্রাণ গেলো মামার
শরীয়তপুরের সখিপুরে মামীর সঙ্গে পরকীয়ার জেরে মামা রুবেল খানকে (২৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে রাজিব গাইনের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২২ ফেব্রুয়ারি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুধবার (১ মার্চ) রুবেল খান মারা যান।

খোঁজ নিয়ে জানা যায়, মামির সঙ্গে দীর্ঘদিন ধরে ভাগনে রাজিব গাইনের পরকীয়ার সম্পর্ক ছিল। গত ২২ ফেব্রুয়ারি মামার বাড়িতে তিনি বেড়াতে আসেন। সেদিন দুপুরে রাজিবকে মামির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন রুবেল। মামাকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন ভাগিনা।

এসময় বাধা দিতে গেলে মামার পেটে ছুরিকাঘাত করেন রাজিব। পরে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যান ভাগনেসহ পরিবারের লোকজন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে বুধবার রাতে মারা যান রুবেল। পরে রাজিব গাইনকে রাতেই মামার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে নিহতের বাবা হাসু গাইন বলেন, আমার ছেলেকে নাতি রাজিব মেরে ফেলেছে। ওর কোনো ক্ষমা নেই। আমি থানায় ওর বিরুদ্ধে মামলা করেছি। আইনে ওর উপযুক্ত শাস্তি হবে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই নিহত রুবেলের বাড়ি থেকে রাজিবকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব মামির সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিহতের বাবা হাসু খান বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার আসামিকে আদালতে পাঠানো হবে।

আরো সংবাদ