আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - সকাল ৮:৪০

মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা নির্বাচন, সদরে ইভিএম

নবারুন ভট্টাচারীয়া: আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং মার্চের প্রথম সপ্তাহ থেকে নির্বাচন শুরু হবে। আসন্ন উপজেলা নির্বাচনে দেশের সব জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।আজ (সোমবার)নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।হেলালুদ্দীন বলেন, উপজেলা পরিষদে নির্বাচন শুরু হতে যাচ্ছে মার্চের প্রথম সপ্তাহ থেকে। এবার ভোট হবে পাঁচটি ধাপে। উপজেলা নির্বাচনে দেশের সব জেলার সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ হবে। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।তিনি বলেন, এসএসসি, এইচএসচি ও রমজান মাসের বিষয়টি বিবেচনায় নিয়ে মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে ভোট শুরু করা হবে।ইসি সচিব জানান, একাদশ জাতীয় সংসদের জন্য সংরক্ষিত নারী আসনে নির্বাচনের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে।

আরো সংবাদ