আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৪:১২

মা কে মারপিট ছেলে ও তার প্রেমিকার বিরুদ্ধে মামলা।

নেশার টাকা না দেয়ায় মারপিট ও ভাংচুরের ঘটনায় ছেলে ও তার প্রেমিকার বিরুদ্ধে থানায় মামলা করেছেন আছিয়া বেগম নামে এক নারী।

গত ১৭ আগস্ট সদর উপজেলার রামনগর গ্রামের খা’পাড়ার হারুন অর রশিদ ড্রাইভারের স্ত্রী আছিয়া বেগম কোতোয়ালি মডেল থানায় তিনি এই মামলাটি করেছেন। আসামি ছেলে মামুন বিশ্বাস ও তার স্ত্রী রাজমিন খাতুন।

বাদী মামলায় বলেছেন, তার ছেলে মামুনের প্রথম স্ত্রীর দুইটি সন্তান আছে। পাশাপাশি রাজমিন খাতুন একাধিক বিয়ে করেছেন। মামুন ও রাজমিনের মধ্যে পরোকীয়া সম্পর্ক রয়েছে। গত ৫ জুন রাত সাড়ে ১০টার দিকে মামুন বাড়িতে এসে নেশা করার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি করে। টাকা না দেয়ায় তার স্ত্রী উর্মি খাতুনকে এলোপাতাড়ি মারপিট করে। এসময় ঠেকাতে এলে তার পিতা হারুন অর রশিদকেও মারপিট করে। আবার গত ১৬ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে নেশার টাকার জন্য উর্মি খাতুনকে মারপিট করে মামুন। ঠেকাতে এলে তার বাবা হারুন অর রশিদ, মা আছিয়া বেগম ও বোন রিক্তা খাতুনকে মারপিট করে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত