আজ - শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ১:৪৪

মিন্নির জামিন মঞ্জুর || হতাশ রিফাতের বাবা || কৃতজ্ঞ মিন্নির বাবা।

বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে অভিযুক্ত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিনের খবরে শুকরিয়া জ্ঞাপন করছেন মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর। অপরদিকে মিন্নির জামিনে মুক্ত হওয়ার খবরে হতাশা ব্যক্ত করেছেন রিফাতের বাবা দুলাল শরীফ।

বৃহস্পতিবার বেলা পৌনে তিনটার দিকে মিন্নির জামিনের বিষয়ে জানতে চাইলে তারা এ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

জামিন পাওয়ার পর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, আমার মেয়ে ষড়যন্ত্রের শিকার। জামিনে মুক্ত হওয়ার মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। মিন্নি জামিনে মুক্ত হওয়ায় দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।

মিন্নিকে জামিন দেওয়া দুই বিচারপতির দীর্ঘায়ু কামনা করে মিন্নির বাবা বলেন, মিন্নির জামিন হওয়ায় আমি সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

এদিকে মিন্নির জামিনের বিষয়ে নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বলেন, নারী হওয়ার কারণে মিন্নি জামিন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেয়েছে। মিন্নি রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা নিজে স্বীকার করেছে। এছাড়া এ মামলার একাধিক আসামি রিফাত হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার কথা আদালতে বলেছে।তারপরও মিন্নির জামিন হওয়ায় আমি হতাশ হয়েছি।

তিনি আরও বলেন, জামিন মানে তো মামলা থেকে অব্যাহতি নয়! মিন্নি দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ