আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৭:৪২

মিন্নির মুক্তিতে বাঁধা নেই।

বরগুনায় আলোচিত রিফাত হত্যা মামলায় গ্রেফতার স্ত্রী মিন্নির হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এই আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে কোনো আদেশ দেননি আদালত। এর ফলে হাইকোর্টের দেয়া জামিন আদেশই বহাল থাকে। মিন্নীর আইনজীবী জানান, এখন তার মুক্তিতে আর বাধা নেই। এর আগে গত বৃহস্পতিবার মিন্নিকে শর্তসাপেক্ষে জামিন দেন হাইকোর্ট। তবে জামিনে বের হয়ে মিন্নি গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না।

আরো সংবাদ