মুনতাসির মামুন : কারামুক্ত হয়েই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তিন মাস ব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমে অংশ নিয়েছেন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন।
গতকাল বুধবার ৭ মাস কারা ভোগের পর জামিনে মুক্তি লাভ করেন তিনি। মুক্তি লাভের পরই আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে যশোরের উপশহর ডিগ্রী কলেজে ৫০ টি ঔষধি বৃক্ষ রোপণ করেন তিনি।
এ সময় উপশহর ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহীন ইকবাল, চৌগাছা উপজেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সিংহঝুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেন্দু।
উপশহর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর ওয়াহিদুজ্জামান সেলিম, যুবলীগ নেতা টুটুল, ইমাম, বিল্লাল। জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সজল বিশ্বাস, ছাত্রলীগনেতা আরিফ হোসেন শাকিল, হাসান হোসেন, রিফাত, নাজমুল, নাহিদ, তৌহিদুল ইসলাম রাব্বি, শোয়েব পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।