আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৯:৫৪

মুন্সীগঞ্জে লঞ্চঘাটের আধিপত্য নিয়ে সংঘর্ষ : নিহত ১, আহত ৫

জেলার মিরকাদিমে কাঠপট্টি লঞ্চঘাটের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় পৌর কাউন্সিল পুত্র সম্রাট ঝলক (২২) নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছে।
আহতরা হলেন- তুষার দাস, সম্পদ মিয়া, সায়েম হোসেন অপূর্ব, লিটন মিয়া ও আবু বকর সিদ্দিক। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. লিটন মিয়ার পুত্র এবং সরকারি হরগঙ্গা কলেজের ¯œাতক সম্মান শ্রেণির প্রথম বর্ষের ছাত্র সম্রাট ঝলক প্রতিপক্ষের ধরালো অস্ত্রের আঘাতে নিহত হবার পরে বিক্ষুব্দ লোকজন দু’টি বাড়িতে হামলা চালাতে গেলে পুলিশের বাঁধায় ব্যর্থ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানায়, বুধবার দুপুরে কাঠপট্টি লঞ্চঘাটের কাছে জিল্লুর গ্রুপ এবং লিটন কমিশনার গ্রুপের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে জিল্লুর গ্রুপের লোকজন কাউন্সিলরের পুত্র ঝলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিয়ে লুটিয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখনও কোন মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।

আরো সংবাদ