আজ - রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, (হেমন্তকাল), সময় - ভোর ৫:৫৮

মূসার ইন্ধনে ঝিকরগাছায় আবার লাশ-নিহত রাজু কার সৃষ্টি!?

বিশেষ প্রতিনিধি: যশোরের মণিরামপুরে সন্ত্রাসীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে রাজু সরদার (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। রোববার ভোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। সকালে রাজু সরদারের লাশ উদ্ধার করা হয়। নিহত রাজু সরদার ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদারপাড়ার রবিউল সরদারের ছেলে। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে গত ঝিকরগাছায় বিজয় দিবসের অনুষ্ঠান শেষে ফেরার সময় ছুরিকাঘাতে নিহত আওয়ামী লীগ কর্মী মিলন হত্যা মামলাসহ ২৯টি মামলা রয়েছে। যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, রোববার ভোরে যশোরে মণিরামপুর উপজেলার স্মরণপুর গ্রামে দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় রাজু সরদারকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৯টি মামলা রয়েছে।

নিহত রাজু সরদার

এদিকে রাজুও মূসার সৃষ্টি বলছে স্থানীয়রা, সম্প্রতি মুসার সংঙ্গ ত্যাগ করায় পুলিশ ব্যবহার করে পালসার বাবুর মত রাজুকেও হত্যা করলো মূসা। স্থানীয় আ’লীগের কর্মী সমর্থকদের মধ্যে চরম উদ্ধেগ আর হতাশা বিরাজ করছে , আজও ঝিকরগাছায় আরও এক‌টি লাশ। ১৬ ডি‌সেম্বর থে‌কে শুরু আর আজ ৭ জানুয়ারী পর্যন্ত ঝিকরগাছায় লা‌শের মি‌ছিল। ২২ দি‌নে ঝিকরগাছার আওয়ামী প‌রিবা‌রের ৪ টি লাশ উপহার। মিলন, জব্বার,পালসার বাবু, রাজ‌ু সরদার সবাই আওয়ামী প‌রিবা‌রের অথচ তারাই আজ লা‌শের মি‌ছি‌লে । এত লাশ কেন ? এ লা‌শের মি‌ছিল কোন রাজনী‌তির ব‌হিঃপ্রকাশ ? এরা কি সন্ত্রাসী হ‌য়ে কেউ জ‌ন্মে ছি‌লো ? না কি এ সমাজ এই নোংরা রাজনী‌তি আজ ও‌দের কে নষ্ট প‌থে নিল ?

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত