আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:৪০

মৃত্যুর সঙ্গে লড়ছে সাগর, চোর নাকি প্রেমিক তা নিয়েই ধোয়াশা

স্টাফ রিপোর্টার।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে গুরুতর জখম। তবে ঘটনার সঙ্গে চুরির নাকি সম্পর্ক নেই। প্রেমঘটিত কারণেই যুবকটিকে পিটিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

তারা জানান, এটি কোনোভাবেই চুরির ঘটনা নয়। এটি প্রেম ঘটিত একটি বিষয়। মেয়ের অভিভাবকেরা নিজেদের সম্মান বাঁচাতে চোরের নাটক সাজিয়েছে। এ ঘটনার পেছনে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুশেন সেন কে দায়ী করেন।


শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাগর পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পিংগুরিয়া গ্রামে সরোয়ার হোসেনের ছেলে। আহত সাগরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


টুঙ্গিপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মে. ইদ্রিস আলী জানান, গতকাল শুক্রবার রাতে গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান সুশেন সেন আমাদেরকে ফোনে জানান তার এলাকায় চোর ধরা পড়েছে। এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। আমরা এ ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেবো।


টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এয়ার আলী মুন্সী জানান, আহত সাগরের শরীরে ও মাথায় গুরুতর আঘাত রয়েছে, তার অবস্থার অবনতি হওয়ায় আজ শনিবার দুপুরে তাকে গোপালগঞ্জ হাসপাতালে স্থানান্তর করেছি।


টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম বলেন, চোর সন্দেহে এভাবে কাউকে গুরুতর আহত করা যাবে না। আমি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

আরো সংবাদ