আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৪

মোহাম্মদপুরে হেফাজত-আ.লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা- রাজধানীর মোহাম্মদপুরে জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

মাদ্রাসার শিক্ষক মাওলানা আনিসুর রহমানসহ স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, মাদ্রাসার ছাত্ররা রাস্তায় যাওয়ার চেষ্টা করলে প্রথমে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তাদেরকে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ বলেন, ‘হরতালকারীরা রাস্তা বন্ধ করে পরিবহনে ইটপাটকেল ছোড়ে। আমরা বারবার তাদের বোঝাচ্ছি, আপনারা মাদ্রাসায় থাকেন, মসজিদে থাকেন, সুস্থভাবে দেশ পরিচালনা করতে দেন।

‘কিন্তু তারা মানছে না। তারা উচ্ছৃঙ্খলভাবে পরিবহনের কাচ ভেঙে ফেলছে। এ জন্য আমরা রাজপথে অবস্থান নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘পিকেটাররা সুযোগ পেলেই রাস্তায় নামার চেষ্টা করছে। আমরা মাদ্রাসায় ঢুকিয়ে দিচ্ছি। আবার তারা বের হয়ে আসছে। আমরা চেষ্টা করছি জনগণের হেফাজত করতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পাশে দাঁড়াতে।’

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত