
যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জামির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার চাঁন্দুটিয়া গ্রামের কামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জামির হোসেন কামারবাড়ি মোড়ে নিজের রড-সিমেন্টের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন।
আহত জামির হোসেন জানান, কামারবাড়ি মোড়ে পৌঁছালে সুজন হোসেন নামে এক যুবক তার পথরোধ করেন। কিছু বুঝে ওঠার আগেই সুজন হাতে থাকা ইট দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ফেলে রেখে যান। পরে স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।
আহতের জামাতা খলিলুর রহমান অভিযোগ করেন, সুজন তার শ্বশুরের দোকান থেকে মালামাল বাকি কিনেছিলেন। সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। তিনি আরও দাবি করেন, হামলার সময় জামির হোসেনের কাছে ব্যবসার প্রায় এক লক্ষ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিল, যা হামলাকারী ছিনিয়ে নিয়েছেন। এছাড়া স্থানীয় এক নেতার উপস্থিতিতেই এই হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিচার চেয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।