আজ - শুক্রবার, ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১২:৪০

যশোরের অভয়নগরে ক্রেন গ্রাফের ধাক্কায় ঘাট শ্রমিকের মৃত্যু

যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন আইয়ান-আরিশ ঘাটে এম ভি থ্রী ফেন্ডস ০১ কার্গো হতে ক্রেনের মাধ্যমে ভূট্টা আনলোড করার সময় ক্রেনের গ্রাফিকের ধাক্কায় নাঈম মোল্লা (২৫) নামে এক ঘাট শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত নাঈম উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী আমতলা এলাকার ঘটক শের আলী মোল্লার ছেলে।

এ বিষয়ে কার্গোর সুকানী আনোয়ার হোসেন জানান, ক্রেনের মাধ্যমে আনলোড চলাকালিন ওই ছেলেটি কার্গোর মধ্যে সুইপিং এর কাজ করছিল। কার্গোর মধ্যে থেকে গ্রাফ যখন ভুট্টা লোড করে উচু করার সাথে সাথে স্বজোরে আঘাত লেগে কার্গোর হ্যাজে তার মাথা চ্যাপ্টা হয়ে যায়।

  1. এব্যাপারে নিহতের মামা মোঃ চাচ্চু মোড়ল বলেন, আমার ভাগ্নেকে নিচে নামিয়েছেন ক্রেন কন্ট্রাক্টর জাহিদ হোসেন, সে সিগনাল দিতে ভুল করায়, আমার ভাগ্নে মারা গেছে। আজ জোর করেই আমার ভাগ্নে নাঈমকে ওই কন্ট্রাক্টর কার্গোর হ্যাজের মধ্যে নামিয়ে ক্রেন ড্রাইভারকে ভুল সিগনাল দেওয়ায়, লোডের ক্রেন গ্রাফ উপরদিকে টান দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনা ঘটার সাথে সাথে স্থানীয় ঘাট শ্রমিকেরা দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত