আজ - রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সকাল ৬:২৭

যশোরে দলীয় সিদ্ধান্ত না মানায় তিনজনকে বহিস্কার

আগামী ১৬ জানুয়ারী যশোরের ঝিকরগাছার পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে মেয়র পদে প্রার্থী হওয়ায় মধ্যে তিনজনকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে জেলা আওয়ামী লীগ। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বহিষ্কারের ঘোষণা দেন জেলা আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম মিলন।

যারা দলের সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাদেরকে আগামীতে কোনো পদ-পদবি দেয়া হবে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগ সভাপতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী রায়হান, আতিকুর রহমান বাবু, ঝিকরগাছা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোস্তফা আনোয়ার পাশা জামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

যাদেরকে বহিষ্কার করা হয়েছে তারা হলেন, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক একেএম আমানুল কাদির টুল্লু, আব্দুল্লাহ আল সাঈদ ও শিপন সরদার।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত