আজ - শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ২:৫০

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ১

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে এক যুবক নিহত হয়েছেন। যশোর সদরের কাশিমপুর দফাদরপাড়ায় শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে। নিহত আরিফুল ইসলাম ওই এলাকার মিলন মন্ডলের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, বিকেলে আরিফ নিজেই রাজমিস্ত্রী হাসানকে সাথে নিয়ে নিজ বাড়িতে জানালার গ্রীলের কাজ করছিলেন। এমন সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনই গুরুতর আহত হন। পরে তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনলে ডাক্তার আরিফুলকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান। একজনের মৃত্যু হয়েছে অপরজন চিকিৎসাধীন রয়েছেন।

 

 

আরো সংবাদ