আজ - মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ৬:০৭

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আহত আরো তিন কিশোর জবানবন্দী দিলেন আজ

বুধবার (৯ সেপ্টেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের নিকট আদালতে আজ যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নির্যাতনের শিকার আহত আরো তিন কিশোর জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেয়া তিন কিশোর হলো, নোওয়াখালীর জাবেদ হোসেন, খুলনার আরমান খলিফা ও বাগেরহাটের লিমন খান।

মামলার তদন্ত কর্মকর্তা চাঁচড়া ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রোকিবুজ্জামান বলেন, মামলার রহস্য উদঘ্টনের জন্য আহত বন্দি কিশোররা ওইদিনে কি ঘটনা ঘটেছিল সেই বিষয়ে আদালতে জবানবন্দি দিতে রাজি হয়। পরে তিনি আদালতের কাছে অনুমতির চেয়ে আবেদন জানান। আবেদনের প্রেক্ষিতে বিচারক অনুমতি প্রদান করেন। তারই অংশ হিসেবে গত রোব, সোম, মঙ্গলবার ও বুধবার ১২ জন জবানবন্দি প্রদান করেছেন। বাকি আছে আর তিনজন।

উল্লেখ, এর আগে গত রোব, সোম ও মঙ্গলবারে মোস্তফা কামাল হৃদয়, ছোট হৃদয়, শাকিব আলী, নাঈম খান ওরফে তামিম ফকির, আব্দুল্লাহ আল মাহিম, পলাশ, মারুফ হোসাইন ইশান, সাব্বির হোসেন ও পাভেল আদালতে জবানবন্দি দিয়েছে।

 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত