আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:৫১

যশোর সদর উপজেলা পরিষদের উপ- নির্বাচন ২০ অক্টোবর

আবুল বারাকাত :: আজ হতে পারে যশোর সদর উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচনের তফসিল ঘোষনা।  বিষয়টি পুরো ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়েছে। গোটা উপজেলার রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। কে হবে ৪৩৫.৪০ বর্গকিলোমিটার এলাকার ১৫ টি ইউনিয়ন এবং ১ টি পৌরসভার ২৭৭ টি গ্রামের অভিভাবক? কে পাচ্ছেন নৌকার মনোনয়ন? এমন আলোচনায় রাজনৈতিক অথবা অরাজনৈতিক পরিবেশ পুরো কয়েকমাস জুড়েই অনেকটা সরগরম।

এর আগে বাংলাদেশ আওয়ামীলীগ যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত কেশবপুর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার দীর্ঘ ১১ বছর (২০০৯-২০২০) সদর উপজেলা পরিষদের অভিভাবক হিসেবে দাপুটে ভূমিকা রেখেছেন। সম্প্রতি কেশবপুর-০৬ উপ-নির্বাচনে শাহীন চাকলাদার নৌকা প্রতিকে মনোনিত হয়ে ওই অঞ্চলের জনগনের ঐক্যনিষ্ঠ অংশগ্রহনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুন্য হয়েছে যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের আসনটি।
ইসি সূত্রে জানা গেছে যশোর সদর উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। আজ বিকেলেই ঘোষনা হতে পারে এ নির্বাচনি তফসিল। আজ থেকে নমিনেশন ফরম বিতরণ শুরু হবে। বিতরণ চলবে এ মাসের ২৩ তারিখ পর্যন্ত। ২৩ তারিখে নমিনেশন ফরম বিতরণ ও জমা নেওয়ার শেষ তারিখ। এ মাসের ২৬ তারিখ যাচাই বাছাই শেষ। আগামী মাসের ৩ তারিখে প্রত্যাহার শেষ দিন। ৪ তারিখ প্রতিক বরাদ্দ এবং ২০ তারিখে অনুষ্ঠিত হবে যশোর সদর উপজেলা পরিষদের শূন্য পদে উপনির্বাচন।
এর আগে যশোর-৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার মনোনায়ন পাওয়ায় ছেঁড়ে যাওয়া পদে কে প্রার্থী হচ্ছেন তা নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। ইতিমধ্যে দলের দলীয় মনোনয়নের পাওয়ার লক্ষ্যে একাধিক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন।
মূলত যশোর-৬ আসনে (কেশবপুর) উপনির্বাচনে যশোর সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের নৌকার টিকেট নিশ্চিত হওয়ার পর থেকেই এ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী কে হবেন তা নিয়ে আলোচনা চলছে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর-০৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের অনুসারীদের মধ্যে একাধিক আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। যার মধ্যে সর্বোচ্চ আলোচনায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলামের নাম শোনা যাচ্ছে। সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ব্যবসায়ী হুমায়ুন কবীর কবু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
যশোর-০৩ আসনের এমপি কাজি নাবিল আহম্মেদ পন্থী যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন গতবার মনোনয়ন চেয়েছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

>> মনোনয়ন প্রত্যাশিরা আজ ১৫ সেপ্টেম্বর ২০২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত নমিনেশন কিনতে পারবেন।
>>  ২৩ সেপ্টেম্বর মনোনয়ন কেনা ও জমাদানের শেষ দিন।
>>  এমাসের ২৬ তারিখ (২৬/০৯/২০২০) যাচাই বাছাই।
>>  ০৩ অক্টোবর (০৩/১০/২০২০) প্রত্যাহারের শেষ তারিখ।
>>  ০৪ অক্টোবর (০৪/১০/২০২০) প্রতিক বরাদ্দ।
>>  ২০ অক্টোবর (২০/১০/২০২০) ভোট।

আরো সংবাদ