আজ - রবিবার, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৬:৫৫

যশোরের ঝিকরগাছায় পাঁচ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‍্যাব।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার বিকালে ঝিকরগাছার বেনেয়ালি বাজার মোড় এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। 

আটক মলহা খাতুন (৩৮) কক্সবাজারের টেকনাফের গোদার বিল গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মলহাকে তার এক বছর বয়সী কন্যা সন্তানসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ হাজার ৮৫০ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকের মামলা দায়ের করে আটক নারীকে ইয়াবাসহ ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব জানায়।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত