আজ - বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ৯:০৩

যশোরের নতুন জেল সুপার সুব্রত।

স্টাফ রিপোর্টার।। যশোর কারাগারে নতুন সিনিয়র জেল সুপার হিসেবে সুব্রত কুমার বালা যোগদান করেছেন। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন।

ঢাকা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বদলি হয়ে যশোরে যোগদান করেছেন। তিনি বাগেরহাট জেলার সন্তান। এর আগে ২০১৮ সালের ১৮ নভেম্বর তৎকালীন সিনিয়র জেল সুপার কামাল হোসেন যশোর কারাগার থেকে চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারে বদলি হন।

১৯ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আবু নওশাদ ভারপ্রাপ্ত জেল সুপার হিসেবে দায়িত্ব গ্রহন করেন। গতকাল তিনি নতুন জেল সুপার সুব্রত কুমার বালাকে দায়িত্ব বুঝে দেন।


যোগদানের পর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, যশোর কারাগার অবকাঠামো দিক থেকে অনেক পুরাতন। বেশ কয়েকটা বিল্ডিং এর অবস্থা নাজুক। দ্রুতই কারাগার উন্নয়নে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন ।

আরো সংবাদ