আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:০৮

যশোরের বসুন্দিয়ায় মাদকব্যাবসায়ী মোবারকের অস্ত্রের আঘাতে বড়ভাই গুরুতর

নিজস্ব প্রতিবেদক: যশোরের বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামে আপন বড় ভাই আলী আহম্মদকে কুপিয়ে যখম করেছে ছোট ভাই মোবারক হোসেন। উভয়ের পিতার নাম মৃত আকবর মোল্ল্যা।

মোবারক হোসেনের বিরুদ্ধে মাদক কারবারীর অভিযোগও রয়েছে । তার কর্মকাণ্ডের প্রতিবাদ করায়, ক্ষিপ্ত হয়ে আপন বড় ভাই আলী আহম্মদ (৫৫) কে দাঁ দিয়ে কুপিয়ে যখম ও তার পুত্র নওশেরকে লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।

এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ভাই আলি আহমেদ কে এর আগেও গত ফেব্রুয়ারীর ২৫ তারিখে শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। উক্ত ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে, যার সূত্র ধরে গত ২৭ মার্চে ঐ গ্রামের আঃ আজিজের চায়ের দোকানে ভাতিজা (আলী আহমেদের ছেলে) নওশের আলীকে মারপিট করে।

উল্লেখ্য ইতিপূর্বে মাদক কারবারি অভিযোগে মোবারক হোসেন কে পুলিশ দুই বার আটক করে। এলাকাবাসীর অভিযোগ বর্তমানে সে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যাবসায়ী মোবারক হোসেনের তিন স্ত্রী, পুত্র, শ্যালক দিয়ে মাদক কারবার চালিয়ে যাচ্ছে ফলে সহজে হাতের কাছে মাদক পেয়ে নেশায় জড়িয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি পেশার উটতি বয়সী যুবক ও তরুণ প্রজন্ম।

গত মঙ্গলবার (২৪ আগস্ট) মাদক ব্যাবসায়ী মোবারক হোসেনের শ্যালক লিটন ও সহযোগী অনিককে বসুন্দিয়া পুলিশ ১৫পিচ ইয়াবা সহ আটক করে। মোবারক হোসেনের তিন স্ত্রী মধ্যে মান্দারী বেগম, যিনি অভয়নগরের নওয়াপাড়ার রেলস্টেশন বস্তিতে বসবাস করে। অভিযোগ রয়েছে শাশুড়ি মোমেনা বেগম (মান্দারীর মা) কে দিয়ে মাদক কারবারি করে থাকে মোবারক হোসেন।

এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরো সংবাদ