আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:৫৩

যশোরের ৬৫, নড়াইলের ২১ নমুনা পজেটিভ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে পরীক্ষা করে আরো ৮৬টি নমুনাকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে। এগুলো যশোর ও নড়াইল জেলা হতে সংগ্রহীত নমুনা।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, শনিবার তাদের ল্যাবে দুই জেলার মোট ২৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬৯টি নেগেটিভ ফল আসে।
এদিন যশোরের ২১৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬৫টির ফল পজেটিভ আসে।
আর নড়াইলের ৩৯টি নমুনা পরীক্ষা করে ২১টির ফল পজেটিভ আসে।
আজ রোববার সকালে এই ফলাফল সংশ্লিষ্ট দুই সিভিল সার্জনের অফিসে পাঠিয়ে দেওয়া হয়।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী আগের দিন শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট করোনা আক্রান্ত রোগী হয়েছিলেন দুই হাজার ৭৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৭৫ জন। মারা গেছেন ৩৬ জন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত