আজ - মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:২১

যশোরে অস্ত্র মামলার আসামি ইয়াবা সহ আটক।

যশোর প্রতিনিধি:  যশোর সদর উপজেলার শেখহাটি কালিতলা এলাকা থেকে রাসেল (২৭) ওরফে গুড রাসেল নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ জানিয়েছে আজ রাত সাড়ে ৮ টার দিকে নিজ বাসভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরূদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে এসআই মাহমুদ। শাকিব হাসান রাসেল ওরফে গুড রাসেল শেখহাটি খেজুর বাগান এলাকার মৃত আমির হোসেনের ছেলে। ২০১৭ সালের ১৭ মে  র‌্যাব-৬ এর ডিএডি কামরুজ্জামান বাদি হয়ে অস্ত্র ও মাদক দ্রব্য আইনে কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। অস্ত্র মামলায় শাকিব হাসান রাসেল  ও কাজী জুয়েল  কে আসামি করা হয়।

আরো সংবাদ