আজ - বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৬:০৩

যশোরে আওয়ামীলীগের আরো ৫ কর্মী আটক।

যশোর জেলা বিএনপির অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ ঘরোনার আরো পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

তারা হলেন, যশোর সদর উপজেলার মানিকদিহি গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বুলু, ক্ষিতিবদিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে মাসুদুর রহমান, শহরের পুলিশ লাইন গেট এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাকির হোসেন, শহরতলীর বিরামপুর কাজীপাড়ার আব্দুল মান্নান খন্দকারের ছেলে সাগর খন্দকার ও সদর উপজেলার শ্যামনগর গ্রামের আরশাদ আলীর ছেলে বদিউজ্জামান বাদল। গত রোববার এই মামলার আরো চারজনকে আটক করে পুলিশ।

 

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ান জানিয়েছেন, তারা আওয়ামী লীগ সরকারের আমলে নানা ধরণের অপরাধের সাথে যুক্ত ছিলো। গত ৪ আগস্ট বিকেলে যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।

আরো সংবাদ