আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৩৪

যশোরে আওয়ামীলীগ নেতা পিতা সেলিম ও যুবলীগ নেতা পুত্র সাকিবুজ্জামান আটক।

যশোরে আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ (৬০)  ও তার ছেলে যুবলীগ নেতা সাকিব আহমেদকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে যশোর শহরের কাজীপাড়া এলাকার বাড়ি থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি থানার এসআই অনুপ কুমার মন্ডল জানিয়েছেন, গত ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি চলাকালীন ভোরবেলায় যশোরের উপশহর পার্ক রোডে পার্কিং করা একটি বাসে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এই ঘটনায় নাশকতার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি সেলিম আহমেদ ও সাকিব আহমেদ। সেলিম আহমেদ শহর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর সাকিব যুবলীগের পৌরসভার চার নম্বর ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়ক। তারা আওয়ামী লীগের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের অনুসারী ছিলেন। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->