আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৩০

যশোরে আজহারীর মাহফিলে চুরির অভিযোগে ২ জন আটক।

পুলেরহাটে আদ-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে নাহারুন নাহার নামে এক নারীর গলা থেকে চেইন চুরির ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছে পুলিশ।

তারা হলেন, ঘোপ বউ বাজার মোড়ের ইয়াসিন আরাফাত এবং কাঠেরপোল মাছ বাজার এলাকার আব্দুল কাদের জিলানী ।
চাচড়া পুলিশ ফাঁড়ির এসআই হাসান মাহমুদ জানিয়েছেন, ৩ জানুয়ারি মাহফিলে ঢোকার সময় ভিড়ের মধ্যে পড়ে নাহারুন নাহার তার গলাই থাকা চেইন খুয়েছেন। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলায় ইতোমধ্যে দুই নারীকে আটক করা হয়েছিল। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘোপ এলাকা থেকে ওই দুই যুবককে আটক করা হয়।

আরো সংবাদ