আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৫৩

যশোরে আজ ০২ জন পুলিশ ও ০১ ডাক্তারের দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব মিলেছে।

নিজেস্ব প্রতিবেদক :  যশোরে আজ ১৮ জুন বৃহস্পতিবার নতুন করে করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুইজন পুলিশ অফিসার ও একজন ডাক্তার সনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, যবিপ্রবি থেকে বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে দুইজন পুলিশ কর্মকর্তার দেহে করোনাভাইরাস পজেটিভ। আক্রান্ত দুজন পুলিশের মধ্যে প্রথমজন কেশবপুর থানার এএসআই মো. তরিকুল ইসলাম এবং ঝিকরগাছা থানার এসআই সিরাজুল ইসলাম ।যাদের দুজনের বয়সই ৪১ বছর।

গত ১৩ জুন ঘোষিত ফলাফলে বেনাপোল ইমিগ্রেশনের দুই এসআই এর দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব মেলে। এর আগে বেনাপোলে কর্মরত আরেক পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সবমিলিয়ে আজ ১৮ জুন পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ (০৫) জন পুলিশ সদস্যদের দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব মিলেছে।

এদিকে, আজ যবিপ্রবি থেকে আসা ফল অনুযায়ী মিনহাজুর রহমান (৫৯) নামে এক ডাক্তার করোনা আক্রান্ত হয়েছেন। তিনি শহরের পোস্ট অফিসপাড়ার বাসিন্দা এবং আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, শনাক্ত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে রেখে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বাড়িগুলোও লকডাউন করেছে স্ব-স্ব এলাকার প্রশাসন।

আরো সংবাদ