আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৫:৩৪

যশোরে আনসার সদস্য হত্যাকান্ডে আরো একজন আটক

স্টাফ রিপোর্টার : যশের সদর উপজেলার হাশিমপুর গ্রামে আনসার সদস্য হোসেন আলী তরফদার (৫৭) হত্যাকান্ডের সাথে জড়িত জুয়েল মুন্নার সহযোগি পিকুলকে আটক করেছে ডিবি পুলিশ। সে সদর উপজেলার হাশিমপুর বাজারের মৃত রেজাউল ইসলাম।

যশোর ডিবি পুলিশের ওসি মারুফ আহম্মেদ জানান, হোসেন আলী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম মঙ্গলবার গভীর রাতে যশোর সদর উপজেলার বাউলিয়া এলাকা থেকে আটক করা হয়েছে। আটকের পর সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসেন আলী হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ।


প্রসঙ্গত, ৩০ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে হাশিমপুর বাজারে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার ছেলে হুমায়ন কবীর থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িত ৮ জনকে আটক করা হলেও ২জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তিতে হত্যার কাজে ব্যবহৃত ১টি চাকু, ২ মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত