আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:০৬

যশোরে আব্দুল আজিজ স্মৃতি নারী বাস্কেটবল টুর্নামেন্ট ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত

আব্দুল আজিজ স্মৃতি মহিলা বাস্কেটবল প্রতিযোগিতায় শিরোপা জিতেছে পুলেরহাটের স্বপ্নসাথী বন্দর স্পোর্টিং ক্লাব। শুক্রবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে তারা ১১-৮ পয়েন্টে মুরাদ স্মৃতি একাদশকে পরাজিত করে।

যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদ আয়োজিত এ টুর্নামেন্টে এপিক বাস্কেটবল একাডেমি ও কাজল স্মৃতি একাদশ নামে আরও দুটি দল অংশ গ্রহণ করেন।

খেলা শেষে প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়ার সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বাস্কেটবল পরিষদের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রয়াত চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাসের (জৈষ্ঠ পুত্র) চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শামীম রেজা।

অনুষ্ঠানে বাস্কেটবল পরিষদের সম্পাদক রায়হান সিদ্দিকী প্রবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল ও বাস্কেটবল পরিষদের সহ-সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সিদ্দিকী চুন্নু।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত