আজ - রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৪১

যশোরে ইফতারি খাওয়া নিয়ে মসজিদে মারামারি ১ জন আহত

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে মসজিদে ইফতার খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাওন (২২) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি ওই গ্রামের আনোয়ার মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যায় শাওন মসজিদে ইফতার করতে যান। এ সময় একই এলাকার হাসানের ছেলে সিরাপের সঙ্গে তুচ্ছ বিষয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সিরাপ উত্তেজিত হয়ে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে শাওনের মাথার দুপাশে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওহেদুজ্জামান বলেন, “আমরা ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত