আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:০৬

যশোরে ইয়াবাসহ ৩ যুবক আটক

যশোরে ৯৬ পিস ইয়াবা,নগদ ৪০০০ টাকা ,একটি মটর সাইকেল সহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

পুলিশ জানায় ,গতকাল বিকালে যশোর মনিরামপুর থানার পাড়দিয়া দফাদার পাড়ায় মাসুম বিল্লাহর মুদি দোকানের সামনে অভিযান চালিয়ে উক্ত এলাকার বাসিন্দা আবদুল কাদেরের ছেলে মনির হোসেন এবং শাহাদাৎ হোসেনের ছেলে সাজিম হোসেনকে ৫১ পিস ইয়াবা,নগদ ৪০০০ টাকা এবং একটি মটরসাইকেল সহ আটক করে।

অপরদিকে গতকাল রাতে বেনাপোল পোর্ট থানার শাখারীপোতা পূর্বপাড়া এলাকার আলী আহাম্মেদের চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে উক্ত এলাকার বাসিন্দা আলমগীর হোসেনের ছেলে সোহেল রানাকে ৪৫ পিস ইয়াবা সহ আটক করে। সকলের বিরুদ্ধে তাদের নিজ নিজ এলাকার থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আরো সংবাদ