আজ - শনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৬:১৫

যশোরে করোনায় আরো তিনজনের মৃত্যু

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুইজন ও করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।জানা যায়, হাসপাতালের রেড জোনে করোনা আক্রান্ত দুইজন এবং ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে, যশোরের ১৯৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ শতাংশ।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও আরিফ আহমেদ জানিয়েছেন, বর্তমানে জেনারেল হাসপাতালের রেড জোনে ১৩ জন ও ইয়েলো জোনে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত দুই ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত