আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সন্ধ্যা ৭:১১

যশোরে করোনায় ঘর বন্দিদের মাঝে পদক্ষেপের ত্রাণ সহায়তা

যশোর প্রতিনিধি : যশোরে করোনা ঘর বন্দি দরিদ্র, অসহায়, দুস্থ্য মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নামে একটি সংগঠন। শুক্রবার সকালে শহরের ধর্মতলা এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহরুল ইসলাম।
খাদ্য সহায়তা প্রদান করাকালে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীর, এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার মনিরুল ইসলাম, সালেহা পারভীন স্বাপ্না প্রমুখ।
ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে প্রতি পরিবারে জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবন, একটি সাবান, দুটি মাস্ক, এক লিটার তেলসহ নগদ ২০০ টাকা দেওয়া হয়।

আরো সংবাদ