আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:১২

যশোরে কলেজ ছাত্র বাসা ভাড়া নিতে গেলে আটক করে চাঁদা আদায়, আটক -১

যশোর এমএম কলেজের এক ছাত্রকে বান্ধবীসহ আটকে চাঁদা আদায় এবং মারপিটের অভিযোগে শিলা খাতুন (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

শিলা শার্শা উপজেলার শালকোনা গ্রামের ফুলসুদ্দিনের মেয়ে। তিনি বর্তমানের যশোর শহরের একটি বাড়িতে ভাড়া থাকেন।

বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে রেজওয়ান হোসেন আকাশ (২২) কোতয়ালি থানায় দায়েরকরা এজাহারে উল্লেখ করেছেন, তিনি এমএম কলেজে লেখাপড়া করেন।

তিনি বলেন, আসামি শিলার সাথে আগেই তার পরিচয় হয়। সেই সূত্রে তিনি মাঝেমধ্যে মোবাইল ফোনে কথা বলতেন। তিনি বাড়ি ভাড়ার কথা বললে শিলা প্রস্তাব দেয় বাড়ির ফ্ল্যাটে অন্য একটি রুম ভাড়া দেওয়া হবে। তিনি এক বান্ধবীকে সাথে নিয়ে গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে শিলার ফ্ল্যাটে যায়।

আকাশ বলেন, সেখানে গেলে তাদেরকে আটকে দেয়া হয়। শিলা অজ্ঞাত ২-৩ জনকে ডেকে নেয়। তারা তার (আকাশ) কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে না চাইলে হত্যার হুমকি দেয়। তাকে মারপিটও করে। পরে তিনি তার অন্য বন্ধুদের কাছে ফোন দিয়ে ৩৯ হাজার ৬শ টাকা ম্যানেজ করে। যা শিলা খাতুনের বিকাশ নম্বরে দেয়া হয়। পরে পুলিশ সংবাদ পেয়ে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং শিলাকে আটক করে। কিন্তু বাকিদের আটক করতে পারেনি।

এ বিষয়ে এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন, আটক শিলাকে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে নেয়া হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পলাতক আসামিদের পরিচয় উদ্ধার করা হবে।

 

আরো সংবাদ