আজ - রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ১০:১৫

যশোরে কাউন্সিলর পলাশ হত্যায় জড়িত ২ আসামীর স্বীকারোক্তি।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ হত্যা মামলায় দুই আসামি রবিউল ইসলাম রবি (৪১) ও তরিকুল ইসলাম (২৪) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রবিবার পুলিশ তাদের অভয়নগর আমলী আদালতে সোপর্দ করলে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল তাদের জবানবন্দি গ্রহণ শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিউল ইসলাম রবি নওয়াপাড়া দক্ষিণ বেঙ্গলগেট রেলবস্তির ছিদ্দিক শেখের ছেলে এবং তরিকুল ইসলাম একই এলাকার কালাচাঁদের ছেলে। তাদেরকে শনিবার বিকেলে রাজধানী ঢাকার বাড্ডা থানার আফতাবনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জের ধরে জিয়াউদ্দিন পলাশকে খুন করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৮ ডিসেম্বর নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে নির্মমভাবে হত্যা করা হয়। তার হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে। বর্তমানে মামলাটির তদন্ত চলছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে পুলিশ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত