আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - ভোর ৫:৪৩

যশোরে কিশোরী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলায় সানজিদা আক্তার (১৪) নামে এক কিশোরী বধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক আছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন।
আজ সোমবার সকালে উপজেলার শ্যামকুড় গ্রামে কিশোরীর শ্বশুরবাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
শ্যামকুড় গ্রামের চা বিক্রেতা ওমর ফারুকের সঙ্গে গত বছর বিয়ে হয় সপ্তম শ্রেণিতে পড়া সানজিদার।
সানজিদার বাবা বাবুল হোসেন বলেন, ‘মাস খানেক আগে মেয়ে জামাই ফারুকের সাথে আমার দ্বন্দ্ব হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি থানায় মামলা করব।’
মণিরামপুর থানার সাব ইনসপেক্টের আক্তারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে মরদেহ দেখে আত্মহত্যা মনে হচ্ছে না। গলায় কালো দাগ আছে। ঘটনার পর থেকে স্বামী ওমর ফারুকসহ বাড়ির সবাই মরদেহ ফেলে পালিয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ