আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - সন্ধ্যা ৭:৪৩

যশোরে গভীর রাতে খালধার রোডে স্কুল ছাত্রকে ছুরিকাঘাত।

যশোর শহরের খালধার রোড এলাকায় পূর্ব শত্রুতার জেরে তমাল হোসেন (১৬) নামে এক কিশোরকে চাকু দিয়ে আঘাত করেছে এক যুবক। সোমবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত তমাল মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খালধার রোড বরফকল এলাকার মৃত ফরহাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্যামাঘর গলিতে পৌঁছালে প্রতিবেশী নাজিবুল (১৮) তার গতিরোধ করে। একপর্যায়ে পিঠের মাঝখানে চাকু দিয়ে আঘাত করলে তমাল রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয়রা খবর দিলে পরিবারের সদস্যরা এসে তমালকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে  চিকিৎসাধীন

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->