আজ - শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১২:১৭

যশোরে গ্রাম পুলিশের মাঝে সাইকেল বিতরণ সম্পন্ন

এম আহম্মেদ : যশোরে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চত্বরে ১৫ ইউনিয়নের ৭৫ জন গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এই সাইকেল বিতরণ করা হয়।

জেলা প্রশাসক তুমিজুল ইসলাম খানের উদ্যোগে গ্রাম-পুলিশের মাঝে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।

এসময় আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারুল ইসলাম, দেয়াড়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আনিছুৃর রহমান, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা, কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিয়ার রহমান সাগর, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ নাজনীন নাহার সহ প্রমুখ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব সাইকেল বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে। 

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত