আজ - সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১১:৪১

যশোরে গ্রীল কাঁটা চোরচক্রের ৬ সদস্য আটক, নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার

যশোর পুলিশ গ্রীল কাটা চোর চক্রের  ৬ সদস্যকে আটক করেছে। উদ্ধার করেছে নগদ ৫০হাজার টাকা ও ৪লাখ ৯০ টাকার স্বর্ণালংকার। রোববার পুলিশের প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য দেওয়া হয়।

যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং- ৫৪(১২)২০, ধারা- ৪৫৭/৩৮০ পিসি মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামাল হোসেন মামলার ঘটনায় জড়িত সন্দিগ্ধ আসামী (১) আশিকুর রহমান @বাপ্পি (২০), (২) মোঃ মানিক সর্দার (২১ কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানায় যে তাদের চক্রের সদস্য (১) আল আমিন (২৫), (২) মোঃ হাসান (২৪) দ্বয় অত্র মামলার ঘটনায় একসাথে ছিল। 

চুরি করা মালামাল আল আমিন তার  স্ত্রীর বড় বোন (৩) মোছাঃ শারমিন আক্তার নিলাকে দিয়ে স্বর্নকার (৪) মোঃ ফিরোজ আলম (৩৮), স্বর্নকার (৫) আজগর হোসেন (৩৫) দের নিকট বিক্রি করায়। প্রাপ্ত তথ্য অতিরিক্ত পুলিশ সুপার জনাব বেলাল হোসাইন, ‘ক’ সার্কেল, যশোর ও অফিসার ইনচার্জ, কোতোয়ালি মডেল থানা, যশোরকে অবহিত করলে তথ্যের সুনির্দিষ্টতা যাচাই পূর্বক মামলা ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিলে এসআই মোঃ কামাল হোসেন রিমান্ডে প্রাপ্ত আসামী (১) আশিকুর রহমান @ বাপ্পি ও (২) মানিক সর্দারকে নিয়ে অভিযান পরিচালনা করিয়া কোতোয়ালি থানা এলাকা হতে ০৫/০৬/২১ খ্রিঃ তারিখ ১৪:৩০ ঘটিকায় ঘটনায় জড়িত আসামী (১) মোঃ হাসান (২৪), (২) মোছাঃ শারমিন আক্তার@ নিলা (৩০) দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে স্বর্নকার ফিরোজ ও আজগরকে গ্রেফতার করে তাদের নিকট থেকে চোরাই স্বর্ণ মোট ৮২.৩৪ গ্রাম (৭ ভরি ৫ রতি) মুল্য অনুমান ৪,৯০,০০০/= টাকা ও নগদ ৫০,০০০/= টাকা উদ্ধার করেন। আসামীরা সংঘবদ্ধ গ্রীল কাঁটা চোর চক্র, তারা দীর্ঘদিন যাবত কোতোয়ালি মডেল থানা এলাকায় চুরি করে আসছিল।

আরো সংবাদ