আজ - বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - বিকাল ৩:৩৬

যশোরে চাকুসহ কিশোর গ্যাঙের দুই নারী আটক

যশোরে একটি বার্মিজ চাকুসহ কিশোর গ্যাঙ চক্রের দুই নারীকে আটক করেছে পুরাতন কসবা ফাড়ি পুলিশ। বুধবার দুপুরে গাড়িখানা রোড থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, শহরের পশ্চিম বারান্দীপাড়ার আলমগীর শেখের মেয়ে সুমাইয়া ও চাঁচড়া রায়পাড়া এলাকার মৃত সুমনের মেয়ে চাঁদনী ওরফে জুই।

পুরাতন কসবা ফাড়ি পুলিশ ইনচার্জ রেজাউল করীম জানান, ডিএসবির এক সদস্যের মাধ্যমে তারা জানতে পারেন গাড়িখানা রোডে দুই নারী চাকু নিয়ে অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষনিক এটিএসআই মাসুদের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।

এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, তাদের আটক করে কোতোয়ালি থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত