আজ - মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - রাত ১:২৯

যশোরে ছিনতাইয়ের উদ্দেশ্যে রেলওয়ে প্রকৌশলী বিভাগের গেটকিপারকে ছুরিকাঘাত!

খানজাহান আলী 24/7 নিউজ : যশোরে রেলওয়ে গেটকিপারকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। যশোর সদর উপজেলাধীন মুড়লী রেলক্রসিং এলাকায় ঘটনাটি ঘটেছে।

এসময় ছিনতাইয়ের উদ্দেশ্যে অজ্ঞাত ৪-৫ জন সন্ত্রাসী গেটকিপার ইব্রাহিম শিকদার (২৪) কে ছুরি মেরে জখম করেছে।

আহত ঐ যুবক পটুয়াখালী জেলার উত্তর লোহালিয়া গ্রামের ফজলে আলী সিকদারের ছেলে।

চিকিৎসাধীন ইব্রাহিম বলেন, “গতকাল শনিবার রাত ১০:০০ মিনিটে খাবার পানি আনতে যাওয়ার সময় চারজন ছিনতাইকারী তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় আমি জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে আসি।”

পরে গেটকিপার ইব্রাহিমের অসহায় চিৎকার শুনে স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার জেরে যশোর কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। অজ্ঞাত ঘাতকদের আসামী করে দায়েরকৃত মামলা আমলে নিয়ে ইতিমধ্যেই কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য ছিনতাইকারী চক্রের সদস্যদের ব্যর্থ চেষ্টায় রেলওয়ে গেটকিপার ইব্রাহিম শিকদার জখম হলেও সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিতে পারেনি তারা।

আরো সংবাদ