আজ - বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - সকাল ৭:২৯

যশোরে ছুরিকাঘাতে মাংস দোকান কর্মচারী আহত।

যশোর শহরের কাঠেরপুল এলাকায় মাংসের দোকানের এক কর্মচারীকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাত করেছে। আহত তারেক হাসান (২৬) নামের ওই যুবক বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ রাত ৭টা ২০ মিনিটের দিকে যশোর কোতোয়ালী মডেল থানাধীন শেখহাটি তমালতলা স্কুলের সামনে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক হাসান কাঠেরপুল এলাকার একটি মাংসের দোকানে কাজ করেন। সন্ধ্যায় তিনি যখন ওই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন অজ্ঞাতনামা কয়েকজন দুষ্কৃতিকারী তার উপর হামলা চালায়। তারা তার পিঠের সাইডে কোমরের উপরে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আরো সংবাদ