আজ - সোমবার, ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - সকাল ১০:৪৪

যশোরে ছোট ভাইয়ের কুড়ালের কোপে বড় ভাই গুরুতর

যশোরের শার্শায় ইমাদুল শেখ (৫৫) নামে এক কৃষককে মাথায় কুড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করছেন তার আপন ভাই খোকন শেখ। রবিবার (৯ জানুয়ারি) সকালে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এঘটনায় অভিযুক্ত ছোট ভাই খোকন শেখকে আটক করেছে পুলিশ।

আহত ইমাদুল শেখ উপজেলার বাড়িপুকুর গ্রামের গ্রামের ফজলে করিমের ছেলে। যশোর জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে তার এখন অস্ত্রোপচার চলছে।

ইমাদুলের বোন নাসিমা বেগম জানান, তার ভাই ইমাদুলের সাথে ছোট ভাই খোকনের জমি নিয়ে বিরোধ আছে। রবিবার সকালে ইমাদুল বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় কুড়াল নিয়ে এসে খোকন তার মাথায় পরপর দুইটা কোপ মারেন। এসময় দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস বলেন, গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। দ্রুত তাকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়েছে। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।

শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, অভিযুক্ত ছোট ভাই খোকনকে আটক করা হয়েছে।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত