আজ - শনিবার, ৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৭ হিজরি, (শীতকাল), সময় - রাত ১০:১১

যশোরে টেস্ট ড্রাইভিং এর নামে বাইক নিয়ে পালালো প্রতারক।

যশোর শহরের শংকরপুর বটতলার মোড়ে টেস্ট ড্রাইভের নাম করে এক ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে চম্পট দিয়েছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী মনিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের আব্দুল হকের ছেলে তানভিরুল ইসলাম।

তিনি এজাহারে উল্লেখ করেছেন, তার একটি ফেসবুক পেজ রয়েছে  যেখানে তিনি একটি ইয়ামাহা আর-১৫ মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপনটি দেখে একটি মোবাইল নম্বর (০১৭৫৪-৩২০৬৪৫) থেকে ফোন করে এক ব্যক্তি মোটরসাইকেলটি কেনার আগ্রহ প্রকাশ করেন এবং সেটি দেখতে চান।

তানভিরুল ইসলাম তাকে মোটরসাইকেলটি যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তার ভগ্নিপতির বাড়িতে এসে দেখার জন্য বলেন। গত ২ আগস্ট বেলা সোয়া ১২টার দিকে ওই ব্যক্তি সেখানে যান এবং নিজেকে ক্রেতা পরিচয় দিয়ে মোটরসাইকেলটি টেস্ট ড্রাইভ করার কথা বলেন। অনুমতি নিয়ে তিনি মোটরসাইকেলটি চালিয়ে নিয়ে যান, কিন্তু আর ফিরে আসেননি।

পরে অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেলের কোনো সন্ধান না পেয়ে তানভিরুল ইসলাম কোতোয়ালি থানায় একটি প্রতারণা ও চুরির অভিযোগে মামলা করেন।

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত
-->