আজ - রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, (শীতকাল), সময় - দুপুর ২:৩৩

যশোরে ট্রাকের চাকায় প্রান গেলো ১ নারীর।

ঝিকরগাছা থানাধীন যশোর বেনাপোল-মহাসড়কের মল্লিকপুর এলাকায় ট্রাক চাপায় টুম্পা খাতুন (২৩) নিহত হয়েছেন। তিনি যশোর সদরের দেয়াড়া গ্রামের রাজু আহমেদের স্ত্রী। এ সময় রিকশাচালক একই গ্রামের মৃত সালামত মোল্লার ছেলে মো: আবুল হোসেন (৫০) আহত হন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায়, টুম্পা খাতুন ও তার পরিবারের সদস্যরা আত্মীয়ের বাড়ি থেকে রিকশা যোগে নিজ বাড়ি দেয়াড়া যাচ্ছিলেন। পথিমধ্যে মল্লিকপুর মোড়ে রিকশায় বসে থাকা অবস্থায় যশোর নিউমার্কেট এলাকার আকবর আলীর ছেলে মোঃ কামরুল ইসলামের মালিকানাধীন যশোর-ড-১১-০৩৫৪ নম্বরের একটি ট্রাক এসে ধাক্কা দিলে তারা রাস্তায় পড়ে যান। তখন ট্রাক চাপায় ঘটনাস্থলেই টুম্পা খাতুন মারা যান এবং আহত আবুল হোসেনকে স্থানীয় উপস্থিত লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের লোকজন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।

নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রোকোনুজ্জামান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মৃতদেহ এবং একজনকে জীবিত উদ্ধার করি। ঘাতক ট্রাকটি জব্দ করি তবে গাড়িচালক ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। এসংক্রান্ত আইনগত ভাবে রিকশা চালকের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ