আজ - শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, (গ্রীষ্মকাল), সময় - রাত ৯:৫৫

যশোরে ট্রাকের ধাক্কায় সড়কে প্রান গেলো বৃদ্ধের।

যশোরে ট্রাকের ধাক্কায় মোয়াজ্জেম হোসেন (৬০) নামে এক সমিলের কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রূপদিয়া জাকির সমিলের সামনে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোয়াজ্জেম হোসেন বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা ভায়না গ্রামের মৃত সাদেক মোল্যার ছেলে এবং শিখা অয়েল মিলসের শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতের ছেলে আব্দুর রহিম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও বাইসাইকেলে কর্মস্থলে যাচ্ছিলেন মোয়াজ্জেম হোসেন। রূপদিয়া জাকির সমিলের সামনে মহাসড়ক পার হওয়ার সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান। পরে পথচারী মোস্তফা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক রবিউল ইসলাম ইমন জানান, মোয়াজ্জেম হোসেনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হয় এবং শরীরে রক্তের প্রয়োজন ছিল। তবে স্বজনদের অনুপস্থিতির কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে

আরো সংবাদ
যশোর জেলা
ফেসবুক পেজ
সর্বাধিক পঠিত