আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ১:৫৯

যশোরে ডিবির অভিযানে ছিনতাইকারীর চার সদস্য গ্রেপ্তার

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানার যশোর পৌর পার্ক ও বেজপাড়া এলাকা থেকে তাঁদের ১৪ ডিসেম্বর (মঙ্গলবার) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত চারজন হলেন মো. রাব্বী (১৯), তানভীর হোসেন ইমন (১৯), রায়হান ইসলাম তূর্য (১৯) ও সাকিবুর রহমান সাদী (১৯)। তাঁদের কাছ থেকে চারটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে।

যশোর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, ১৪ ডিসেম্বর দুপুর পৌনে একটার দিকে কোতোয়ালি থানার যশোর পৌর পার্কে দুই স্কুলছাত্রের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে ওই দুজনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে কোতোয়ালি থানার বেজপাড়ায় অভিযান চালিয়ে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।

আরো সংবাদ