আজ - সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি, (বসন্তকাল), সময় - রাত ২:৩৬

যশোরে ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিল সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোরের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে ১৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার সহ চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে দুপুর সাড়ে বারোটার দিকে যশোর বেনাপোল পোর্ট থানার খলশী মাঠপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ মোরশেদ আলী (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ ইদ্রিসুর রহমান জানান আসামী দীর্ঘদিন যাবত চোরাচালানীর মাধ্যমে যশোর জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ ব্যবসা করে আসছিল।

এ সংক্রান্তে এএসআই (নিঃ) রঞ্জন কুমার বসু বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এজাহার দায়ের করেন।

আরো সংবাদ